• ঢাকা
  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ভারতে বাংলাদেশ হাইকমিশন রাখতে না দেওয়ার হু’মকি দিলেন উ’গ্র বিজেপি নেতা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৩৮ পিএম
ভারতে বাংলাদেশ হাইকমিশন রাখতে না দেওয়ার হু’মকি দিলেন উ’গ্র বিজেপি নেতা

ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান উগ্রপন্থি হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী কলকাতার বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে দলবল নিয়ে বিশৃঙ্খলা করেছেন। তিনি হুমকি দিয়েছেন, কলকাতায় বাংলাদেশের হাইকমিশন রাখতে দেবেন না।

সোমবার (২২ ডিসেম্বর) হাইকমিশনের সামনে দলবল যান তিনি।

এ সময় বার্তাসংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, “দীপুকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। আমরা বাংলাদেশ হাইকমিশনকে এখানে থাকতে দেব না। বাংলাদেশকে হাইকমিশন তালা মেরে (বন্ধ) দিতে হবে। আগামী ২৪ ডিসেম্বর সীমান্তে এক ঘণ্টার প্রতীকি অবরোধ হবে এবং ২৬ ডিসেম্বর আমরা আবারও এখনো জড়ো হবো।”

এমন উস্কানিমূলক বক্তব্যের সময় তার আশপাশের মানুষকে জয় শ্রী রাম স্লোগান দিতে শোনা গেছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন