ভোলা জেলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে রাজধানীর পল্টনস্থ চিটাগাং হোটেলে শুক্রবার ২২ আগস্ট এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নূর মোর্শেদ এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মোস্তফা। এতে উপস্থিত ছিলেন আক্কাস, জাকির, বাবুল সিকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভোলা জেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আগামী ১০ দিনের মধ্যে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ভোলা জেলা
- সভা অনুষ্ঠিত
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: