• ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

মনোনয়ন না পেয়ে নওগাঁ ১ আসনে মানববন্ধন ও বিক্ষোভ ছালেক চৌধুরী সমর্থকদের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:২১ পিএম
মনোনয়ন না পেয়ে নওগাঁ ১ আসনে মানববন্ধন ও বিক্ষোভ ছালেক চৌধুরী সমর্থকদের

বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় মঙ্গলবার বেলা ১১ টা উপজেলার সারাইগাছি মোড়ে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেন বিএনপি ছালেক চৌধুরী সমর্থকেরা। সাবেক তিনবারের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে পোরশা উপজেলার সারাইগাছি মোড়ে আড্ডা রোড অবরোধ করেন বিএনপি সমর্থিত সাধারণ ভোটার, সমর্থক, সর্বস্তরের জনগণ ।

তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ সাপাহার-পোরশা নিয়ামতপুর আসনে সৎ গরিবের বন্ধু, আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ কন্ঠ স্বর ও সর্বোচ্চ জনপ্রিয় নেতা, পরীক্ষিত দুর্নীতি মুক্ত ছালেক চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়নি। অথচ  প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত মোস্তাফিজুর রহমানের গত ফ্যাসিবাদী সরকারের আমলে কোন আন্দোলন সংগ্রামে দেখা যায়নি কোথাও। পাড়ায় মহল্লায় দেখা যায় না তার কোন নেতা কর্মী। 

তাকে মনোনয়ন দিলে বিএনপি হারাবে এ আসনটি এমনটাই বললেন বিক্ষোভকারী এক সমর্থক। 

ডাঃ ছালেক চৌধুরীকে মনোনয়ন না দিলে পরবর্তীতে আরো কর্মসূচি দেওয়া হবে বলে জানান মানববন্ধনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে রাস্তায় ছিলেন ডা ছালেক চৌধুরী সহ আমরা। পোরশা , সাপাহার ও নিয়ামতপুরের মাটি বিএনপি ছালেক চৌধুরীর ঘাঁটি।

গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব ঘোষিত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে তার নাম না থাকায় এ আসনের জনগণের মনে ক্ষোভের সৃষ্টি হয়। এতে এ আসনের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মানববন্ধন পরমসূচি পালন করা হয়। ফল ছুটিতে আজ সারাইগাছি মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সমর্থকরা এই সম্ভাব্য মনোনয়ন প্রার্থী বাতিল করে প্রকৃত জনপ্রিয় গরিবের বন্ধু।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন