মলম পার্টি অজ্ঞান করে ছিনিয়ে নিল টাকা-পয়সা ও মোবাইল

বরগুনাগামী লঞ্চে মলম পার্টির কবলে পড়েছেন ভোলার বাসিন্দা আব্দুর রহিম। তাকে অজ্ঞান করে সাথে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।


শনিবার (১৮ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
লঞ্চের যাত্রীরা জানান, বরগুনার উদ্দেশে ছেড়ে আসা লঞ্চে একদল প্রতারক মলম পার্টি যাত্রী সেজে ওঠে। সুযোগ পেয়ে তারা আব্দুর রহিমকে অজ্ঞান করে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় লঞ্চের অন্য যাত্রীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন। আহত আব্দুর রহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শনিবার বিকেল তিনটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পূবালী-১ লঞ্চে আব্দুর রহিমকে পুনরায় পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।
এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, কেউ আমাদেরকে ফোন করে অবহিত করেনি। এই বিষয়ে আমরা কিছু জানি না। তবে এই ধরনের ঘটনা আগামীতে যাতে না ঘটে সে বিষয়ে আমাদের নজরদারি জোরদার করা হবে।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- মলম পার্টি
- মোবাইল
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: