রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে ভয়াবহ আগুন
রাজধানীর ব্যস্ততম কাকরাইল মোড়ে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার(১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মাইক্রোবাসটি মোড় অতিক্রম করার সময় এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। চালকের দ্রুত তৎপরতায় গাড়িতে থাকা চার নারী যাত্রী এবং চালক নিজে অক্ষত অবস্থায় নেমে আসতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টা ২ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় ৭টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
চালক রাজু ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরের বাসায় ফেরার পথে এই বিপত্তি ঘটে। গাড়িটির বয়স এক বছরেরও কম ছিল। গ্যাস লিকেজ বা যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- রাজধানী
- মাইক্রোবাস
- আগুন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: