রাজশাহীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলায় ধানক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাগসারা মোড় এলাকায় ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় কৃষকরা সকালে মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে লাশটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।


খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে এখনো নিহত নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ জানিয়েছে, তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। স্থানীয়রা জানান, নিহত নারীর শরীরে কোনো পোশাক ছিল না। তাদের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।
পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি মনিরুল ইসলাম আরও জানান, ঘটনাস্থল থেকে সিআইডি আলামত সংগ্রহ করছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- রাজশাহী
- মরদেহ উদ্ধার
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: