রাজশাহীর তানোরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

রাজশাহীর তানোর কামারগাঁ ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে জাতীয় নির্বাচনকে সামনে রেখে অত্র ইউনিয়ন বিএনপির কর্মী সভা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


এদিকে দেখা গেছে মাদারিপুর বাজার চাতাল চত্বরে কামারগাঁ ইউনিয়ন বিএনপি সভাপতি প্রভাষক জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে ফিরোজ কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক ও তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান,সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন, বিএনপি নেতা নুরুল ইসলাম, ছাত্র দলের (সাবেক) ছাত্র নেতা মাষ্টার সুলতান আহম্মেদ, সাবেক সাধারন সম্পাদক সাহিনুর নবী ডায়মন্ড, বিএনপি নেতা ইউসুফ,আব্দুস সামাদ সহ স্থানীয় বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে মেয়র মিজানুর রহমান মিজান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সেটা কঠিনই হবে তাই আমাদের সবাইকে সব কিছু ভুলে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্য বদ্ধ বিএনপি ছাড়া তার কোন বিকল্প নাই বলে জোরালো ভাবে মন্তব্য করেন মেয়র মিজান তিনি বলেন সবাইকে এক কাতারে এসে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তবে উক্ত সময় কামারগাঁ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: