• ঢাকা
  • শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

রাণীনগরে গরু-মহিষের পর এবার গরু-ছাগল চুরি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:০৮ পিএম
রাণীনগরে গরু-মহিষের পর এবার গরু-ছাগল চুরি

নওগাঁর রাণীনগরে আবারো বেরেছে চুরির ঘটনা। বুধবার রাতে আবারো কৃষকের গোয়পাল ঘর থেকে গরু-ছাগল চুরির ঘটনা ঘটেছে। এর আগে এলাকা থেকে বেশ কিছু গরু-মহিষ,ব্যবসায়ীদের টাকা চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত থানাপুলিশ চুরির মালামাল উদ্ধার কিম্বা জড়িত কাউকে আটক করতে পারেনি। ফলে এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে।

‎উপজেলার কালীগ্রাম চান্দারপুকুর গ্রামের কৃষক ইয়াছিন আলী বাবুর ছেলে সিহাব হোসেন জানান,বুধবার রাতে বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু-ছাগল রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। এর পর ভোরে ঘুম থেকে ওঠে দেখেন বাড়ীর মেইন গেটে বাহির থেকে ছিটকি আটকানো রয়েছে। পরে প্রতিবেশিদের সহায়তায় ছিকল খুলে বাহিরে বের হন। এসময় গোয়াল ঘরে গিয়ে দেখতে পান গোয়াল ঘরের ছিকল কেটে প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি গরু এবং প্রায় ৪০হাজার টাকা মূল্যের তিনটি ছাগল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এঘটনার খবর পেয়ে সকালে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। সিহাব হোসেন আরো জানান, এর আগে প্রতিবেশি খুবসুরত আলীর গোয়াল ঘর থেকে দুটি মহিষ এবং একটি গরু চুরির ঘটনা ঘটে।

‎খুবসুরত আলীর ছেলে আব্দুল খালেক জানান,গত ২৫আগষ্ট বাড়ী সংলগ্ন গোয়াল ঘরের তালা কেটে প্রায় তিন লক্ষ টাকা দামের দুটি মহিষ এবং এক লক্ষ টাকা দামের একটি গরু চুরি হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েও এখন পর্যন্ত গরু-মহিষ উদ্ধার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে গত রাতে (বুধবার) প্রতিবেশির আরো দুটি গরু এবং তিনটি ছাগল চুরির ঘটনা ঘটল। ফলে চুরির আতংক নিয়ে রাত কাটাতে হচ্ছে আমাদের।

‎বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানাগেছে,গত ২২ডিসেম্বর রাতে উপজেলার পাকুড়িয়া গ্রামের মারুফ হোসেনের তিনটি গরু চুরি হয়েছে। এছাড়া একই দিন ভোরে আবাদপুকুর বাজারের ধান ব্যবসায়ী মেসার্স হক ট্রেডার্সের মালিক মোজাম্মেল হকের ক্যাশ বাক্স থেকে পাঁচ লাখ ৩৪হাজার টাকা এবং একই সময় একই বাজারের মেসার্স বড়িয়াপাড়া ট্রেডার্সের মালিক ফরিদ উদ্দীনের মোটরসাইকেল থেকে চার লাখ ৬৪হাজার টাকা ব্যগসহ চুরির ঘটনা ঘটে। এছাড়া গত ২৬ডিসেম্বর রাতে উপজেলার জলকৈ গ্রামের চাঁন সরদারের ছেলে  ফিরোজ সরদারের গোয়াল ঘর থেকে একটি ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছে।

‎তবে একের পর এক এসব চুরির ঘটনায় থানায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দায়ের করলেও থানাপুলিশ এখন পর্যন্ত চুরি হওয়া গরু-মহিষ,টাকা পয়সা উদ্ধার কিম্বা জরিত কাউকে গ্রেফতার করতে পারেনি। ফলে এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে।

‎রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু চন্দ্রপাল জানান,চান্দারপুকুর গরু-ছাগল চুরির ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এছাড়া চুরি যাওয়া গরু-মহিষ উদ্ধারে এবং জরিতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন