রাণীনগরে মাদক কারবারীসহ চারজন গ্রেফতার
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারীসহ মোট চারজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।এসময় একজনের নিকট থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু চন্দ্রপাল জানান,মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ধরতে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার মধুপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহান বাবু(২৬)কে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী স্বপন ওরফে ধলু (৩২) কে গ্রেফতার করা হয়েছে। ধলু ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
একই রাতে উপজেলার মিরাট ধনপাড়া মৎস্যজীবি পাড়া গ্রামে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানা ভুক্ত আসামী সাহেব আলীর ছেলে ওয়ারেশ আলী(৩০) এবং একই গ্রামের অনন্তের ছেলে মজিবুর রহমান (৫০) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- রাণীনগর
- মাদক কারবারী
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: