রাণীনগরে মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি ও মতবিনিময় সভা
নওগাঁর রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার এমদাদুল হক গামার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম।
অন্যদের মধ্যে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সচিব প্রফেসর মো: ওয়ালিউল ইসলাম,রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আরিফুজ্জামান খাঁন আরিফ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ্যা: ইসমাইল হোসেন,মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান।
এর আগে গত ১৪আগস্ট রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খাঁন আরিফকে আহ্বায়ক করে ৯সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- মুক্তিযোদ্ধা
- মতবিনিময় সভা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: