শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।


শনিবার (১৮ অক্টোবর) তিনি তার এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন।
তারেক রহমান লিখেছেন, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার প্রার্থনা রইল, এবং আমি আন্তরিকভাবে আশা করি, সবাই নিরাপদে আছেন।’
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও অন্যান্য উদ্ধারকর্মীদের সাহসিকতা প্রশংসনীয়। তারা দ্রুত ও নিষ্ঠার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন, যা জনসেবার প্রতি তাদের অঙ্গীকারের উজ্জ্বল প্রমাণ।
সাম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘনঘন অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, এসব ঘটনার কারণ উদ্ঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে তিনি ভবিষ্যতের জন্য জননিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্প্রতি চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড) এবং মিরপুরের গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাগুলোও এ বিষয়ে সতর্ক সংকেত বহন করছে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- শাহজালাল বিমানবন্দর
- তারেক রহমান
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: