শিক্ষার মান ধরে রাখতে হলে গুণী শিক্ষকের প্রয়োজন পেকুয়ায় স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে-সালাহউদ্দ
কক্সবাজারে পেকুয়ায মডেল বিদ্যাপীঠ এন্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন-আমাদের দেশের যে জনসংখ্যা তাতে স্কুলের সংখ্যা আরো বাড়াতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। তিনি আজ সকাল ১১ টার সময় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুল্দী( মেহের নামা) পেকুয়া মডেল বিদ্যাপীঠ এন্ড কলেজের শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় স্কুল হওয়ার উপযোগী আর কোথায় উপযোগী নয়। তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষক,আর ভাল শিক্ষক মানে আলোকিত জাতি গড়ার হাতিয়ার। আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাশের বা টিনের বেড়া ছিলো কিন্ত পড়ালেখা ছিলো অনেক মানসম্মত। কারণ সেই স্কুলগুলোতে মানসম্মত শিক্ষক ছিলো।আর ঐ স্কুল গুলো ভাল শিক্ষকের কারনে উচ্চ মানসম্মত স্কুলে পরিনত হয়েছে।
এসময় পেকুয়া মডেল বিদ্যাপীঠ এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজে অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক এনামুল হক,পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম আবদুল্লাহ আনসারী, পেকুয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খালেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ইউনুছ,স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম, এসএম এ রহিম, মোসলেহ উদ্দিন (অব বাংলাদেশ সেনাবাহিনী ), আনোয়ারুল কাদের লিটন, শামসুল আলম, মোঃ কনিছ, তাইফুর রহমান, কামরুল ইসলাম, রুবেল, আব্দুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন ও অত্র প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও অভিভাবক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই সময় পেকুয়া মডেল বিদ্যাপীঠ এন্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৩ শত জন নতুন শিক্ষার্থীদের মাঝে ফুল ও বই উৎসব অনুষ্ঠিত হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- শিক্ষার মান
- সালাহউদ্দিন আহমদ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: