শেরপুরে কম মুনাফায় ওষুধ বিক্রিতে ফার্মেসি বন্ধ, সমিতির সিদ্ধান্তে সমালোচনার ঝড়

শেরপুরের নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রি করায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্দেশে সততা ড্রাগ হাউস'কে একহাজার টাকা জরিমানা ও ৬ ঘন্টার জন্য বন্ধ রাখা হয়।


২০ অক্টোবর সোমবার উপজেলার পৌর শহরের আড়াইআনী বাজার এলাকায় এঘটনা ঘটেছে।
এমন ঘটনায় অনলাইন-অফলাইনে সমালোচনার ঝড় উঠেছে। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ম্যজিস্ট্রেসি পাওয়ার আছে কি না এনিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সচেতন মহলে।
সূত্র জানায়, প্রতিদিনের মত সোমবার সততা ড্রাগ হাউসে ওষুধ বিক্রি চলছিল। এসময় একজন ক্রেতার কাছে কম মুনাফায় পাইকারি দরে ওষুধ বিক্রি করলে বিষয়টি সমিতির কানে যায়। পরে কেমিস্ট্র অ্যান্ড ড্রাগিস্ট সমিতির লোকজন এসে একহাজার টাকা জরিমানা করে এবং ৬ ঘন্টার জন্য দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেন। তবে এসময় কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না!
সততা ড্রাগ হাউসের সত্ত্বাধিকারী মিজানুর রহমান বলেন, একজন ব্যবসায়ী ক্রেতা ওষুধ নিতে আসলে সমিতির বেধে দেওয়া দাম থেকে একটু বেশি ছাড় দিয়ে আমি বিক্রি করি। যার কারণে সমিতির পক্ষ থেকে আমার দোকান বন্ধ রাখা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। আমি নিজেও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির একজন সদস্য।
জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবু সিনা বলেন,"এবিষয়ে জেলা কমিটির কাছ থেকে বিস্তারিত জেনে নিয়েন। যা করা হয়েছে সমিতির নিয়ম অনুযায়ীই করা হয়েছে।"


শেরপুরের ঔষধ তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম এই প্রতিবেদককে জানান, "কম মুনাফায় বা বেশি মুনাফায় ওষুধ বিক্রির বিষয়টি ব্যবসায়ীদের একান্ত ব্যক্তিগত। এজন্য জরিমানা বা দোকান বন্ধ রাখার সরকারি কোন নির্দেশনা নেই। কোনো সমিতিকে সরকারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়নি বলেও জানান তিনি।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, "বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পারলাম। এবিষয়ে যাচাইক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।"
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- শেরপুর
- সমালোচনার ঝড়
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: