শেরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠান পালিত হয়। জেলা ও উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালী।
জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে দলীয় স্লোগানে দিতে দিতে শেরপুর থানামোড়ে এসে সমাবেশে করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
সভাপতির বক্তব্য বাখেন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাফর আলী, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সাবেক ছাত্রদল সভাপতি আকরামুজ্জামান রাহাতসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: