সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে গত কয়েক দিনের মতো আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার বেলা ১১টার পর তৃতীয় দিনের মতো কাজ বন্ধ করে সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা।


‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’-এর ব্যানারে আন্দোলন হচ্ছে সচিবালয়ে। সেখানে এক সমাবেশে নেতারা আজকের মধ্যেই এই আইন বাতিলের দাবি জানান। দাবি মানা না হলে সচিবালয় অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সচিবদের চুক্তি বাতিলেরও দাবি জানান তারা।
কর্মকর্তা-কর্মচারীর অবস্থানে সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
অধ্যাদেশে চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে। তারা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- সরকারি চাকরি
- অধ্যাদেশ বাতিল
- সচিবালয়
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: