• ঢাকা
  • বুধবার, ২০ আগষ্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সরকারিভাবে ২০০ নারী কর্মী নেবে জর্ডান, থাকা খাওয়া ও বিমান ভাড়া ফ্রি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:২৯ পিএম
সরকারিভাবে ২০০ নারী কর্মী নেবে জর্ডান, থাকা খাওয়া ও বিমান ভাড়া ফ্রি

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের ক্লাসিক ফ্যাশন কম্পানিতে নারী গার্মেন্টস কর্মী নিয়োগ দেওয়া হবে। কর্মীদের বিনা মূল্যে থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা দেওয়া হবে। কর্মীদের আসা-যাওয়ার বিমানভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে। মাসিক মূল বেতন ১৩০ জর্ডানি দিনার।

গতকাল সোমবার (১৮ আগস্ট) বোয়েসেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জর্ডানের ক্লাসিক ফ্যাশন কম্পানিতে ২০০ নারী গার্মেন্টস কর্মী নিয়োগ দেওয়া হবে।  প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। জর্ডানসহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে।

বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ প্রাপ্ত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

চাকরির শর্তাবলি :

(১) চাকরির চুক্তি ৩ (তিন) বৎসর (নবায়নযোগ্য);

 (২) দৈনিক ৮ (আট) ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন এবং ওভারটাইম স্বেচ্ছাধীন;

(৩) নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে;

(৪) চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে;

(৫) যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে, তারা নিয়োগের অনুপযুক্ত হবে;

(৬) প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে;

(৭) একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে;

(৮) অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে; 

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ :

নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫% ভ্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, জীবন বীমা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কম্পানি বহন করবে। তবে মেডিক্যাল ফি, পিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। জর্ডানে গমন করার পর প্রার্থীর মেডিক্যাল ফি, পিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচের টাকা কম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে।

সাক্ষাৎকারের সময় যা আনতে হবে :

(১) ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা);

(২) মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১০ (দশ) সেট রঙিন ফটোকপি;

 (৩) ভোটার আইডি কার্ড / জন্ম নিবন্ধন;

 (৪) শিক্ষাগত / অভিজ্ঞতার সনদ (যদি থাকে)

সাক্ষাৎকারের স্থান ও তারিখ :

আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্রসহ আগামী ২২ ও ২৩ আগস্ট, শুক্রবার ও শনিবারসকাল ৮ টায় সাক্ষাৎকার/ টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম, মিরপুর, ঢাকা এ উপস্থিত থাকতে হবে। এ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫ ও ০২-৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে ও প্রবাস বন্ধু কলসেন্টার ১৬১৩৫-এ যোগাযোগ করা যেতে পারে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য https://brms.boesl.gov.bd/ জানা যাবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন