সাদুল্লাপুর বিএনপির দুই গ্রুপ এখন! একই দলীয় পতাকা তলে নির্বাচনী সমাবেশে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির দুই গ্রুপের দীর্ঘ দিনের রাজনৈতিক দ্বন্ধের অবসান ঘটিয়ে আজ একই দলীয় পতাকার তলে ঐক্যবদ্ধ। একই দলীয় পতাকার তলে মিলিত হয়ে বিশাল নির্বাচনী সমাবেশ করেছে। সাবেক উপজেলা বিএনপির সভাপতি শফিউল ইসলাম স্বপন ও উপজেলা বিএনপির সামসুল হাসান ও আঃ সালামসহ প্রার্থী ডাঃ সাদিকের গ্রুপের রাজনৈতিক দ্বন্ধে অবসান ঘটিয়ে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে পুরো সাদুল্লাপুর হাইস্কুল উৎসবমুখর হয়ে ওঠে ধানের শীষের স্লোগানে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির রংপুর বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাক আহমেদ শাকিল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, জেলা তাঁতীদলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন,আনারুল ইসলাম,যুবদলের মিঠু,আনোয়ার হোসের রাখু, রেজোয়ান হোসোন সুজন, ছাত্রদলের সোহান, প্রমূখ।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, ৪০ বছর আমার দলের নেতাকর্মী ও এলাকার মানুষের জন্য কাজ করেছি। দীর্ঘ এই সময় আপনাদের পাশে থেকে পরীক্ষা দিয়েছি। আমি যদি এই পরীক্ষায় পাশ করে থাকি তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকের ধানের শীষ প্রতীকে ভোট দিবেন।
তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে অবহেলিত এই এলাকার সার্বিক উন্নয়নে আমি কাজ করবো। আপনার নিশ্চয় জানেন আমি নিজে চুরি করব না, অন্যকেও চুরি করতে দেব না। উন্নয়ন বরাদ্দের শতভাগ কাজ বাস্তবায়ন করবো ইনশআল্লা। উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী একটি বিশাল নির্বাচনী মিছিল শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। দলের নেতাকর্মীদের পদচারণায় এলাকায় সৃষ্টি হয় এক প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশ। সাবেক সভাপতি স্বপন বলেন, আগামীর নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে ঐক্যবদ্ধ করা এবং জনগণের মাঝে তারেক জিয়ার দেশ গড়ার কর্মসূচি পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এবং ১২ তারিখে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে সাদুল্লাপুরের মানুষ উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে রায় দেবে এটাই কামনা করছি সাদুল্লাপুর বাসির কাছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: