সাপাহার ইসলামিয়া মাদ্রাসায় সুধী সমাবেশে এসপি শাফিউল সরোয়ারকে ফুল দিয়ে বরণ
পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম সাপাহার থানা ও পত্নীতলা থানা আকস্মিক পরিদর্শন করেন এবং সাপাহার কদমডাংগা ইসলামিয়া মাদ্রাসায় এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এ সময় তিনি উক্ত মাদ্রাসার ছাত্রদেরকে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক এ উভয় ধরনের শিক্ষার আলোকে আদর্শ জীবন গঠনের বিষয়ে উদ্বুদ্ধ করেন।
শনিবার(২৪ অক্টোবর) পুলিশ সুপার সাপাহার থানা ও পত্নীতলা থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।
থানায় আগত কোন সেবা প্রত্যাশী যেন বিরূপ কোন ধারণা নিয়ে থানা থেকে ফিরে না যায় এ বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি উভয় থানার সদস্যদেরকে নির্দেশনা দেন। থানায় রক্ষিত রেজিস্টারসমুহ যথাযথভাবে রক্ষণাবেক্ষণের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। তাছাড়া, সকল প্রকার অনিয়ম ও মাদক থেকে দুরে থাকার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: