• ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সালমান হতাশাগ্রস্ত ছিল, সামিরার কোনো দোষ নেই : ডন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:৩৩ পিএম
সালমান হতাশাগ্রস্ত ছিল, সামিরার কোনো দোষ নেই : ডন

বাংলা সিনেমার আইকন সালমান শাহ'র অপমৃত্যু মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেওয়ায় নতুন করে আলোচনায় এসেছে তার মৃত্যু রহস্য। বের হয়ে আসছে একের পর এক ঘটনা, নায়কের অকালপ্রয়াণ ঘিরে তৈরি হচ্ছে নানান জল্পনা। 

সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি (৪ নম্বর) খল অভিনেতা আশরাফুল হক ডন। এই মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।

অন্যান্য ৯ জন আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

বছর পাঁচেক আগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে জানায়, হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। সেই সময় ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, ‘আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।

তার কিছু সময় পরে, অর্থাৎ চার বছর আগে, শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় শো ‘সেন্স অফ হিউমার’-এ অতিথি হয়ে আসেন ডন। সালমান শাহের হত্যা রহস্য নিয়ে চলমান তীব্র জল্পনার মধ্যেই ডনের সেই পুরোনো সাক্ষাৎকারটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সাক্ষাৎকারে শাহরিয়ার নাজিম জয় সে সময় ডনকে সরাসরি প্রশ্ন করেন, ‘সালমান ভাইয়ের আত্মহত্যার কারণে কারণ কে হতে পারে? উনার মা না উনার স্ত্রী? আপনি কী বলবেন? এক কথায় বললে।’

জবাবে ডন প্রথমে এটিকে ‘ফ্যামিলিগত ব্যাপার’ হিসেবে উল্লেখ করে সালমানের ‘মেন্টালি আপসেট’ থাকার প্রসঙ্গ তোলেন।

তবে জয় সরাসরি উত্তর চাইলে ডন জানান, সালমান শাহের স্ত্রী সামিরা হকের তিনি কোনো দোষ দেখতে পাননি।

ডন বলেন, ‘সালমানের সঙ্গে তার স্ত্রীর যেমন প্রেম ছিল, এরকম প্রেম আমি কখনো দেখিনি। তোমাকে আমি আবার বললাম।’ এরপর জয়ের প্রশ্ন, ‘সামিরার কোনো দোষই ছিল না?’-এর উত্তরে তিনি বলেন, ‘আমি তো দেখতেছি না কোনো দোষ।’

এরপর ডন জোর দিয়ে বলেন, ‘সালমান শাহ তার শেষ দিনগুলোতে পুরো আপসেট এবং ফ্রাস্ট্রেটেড ছিলেন।

’ডন বারবার সালমানের ‘মেন্টালি আপসেট’ থাকার দিকে ইঙ্গিত করে বলেন, ‘সালমান শাহ একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও, এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করবেন। ওকে আমি তো ছয়-সাত মাসের মধ্যে স্থিরতা দেখিনি। স্থিরভাবে কথা বলবে, বসে থাকবে, এরকম দেখিনি।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন