• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সুদানে ৩ দিনে দেড় হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:৩২ এএম
সুদানে ৩ দিনে দেড় হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ

সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলের এল-ফাশার শহরে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। শহরটি দখল করতে গিয়ে মাত্র ৩ দিনে অন্তত দেড় হাজার মানুষকে হত্যা করেছে বাহিনীটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

জানা গেছে, আরএসএফের সেনারা সম্প্রতি এল-ফাশার শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করে।

সুদান ডক্টর নেটওয়ার্ক বুধবার (২৯ অক্টোবর) জানিয়েছে, আরএসএফ এল-ফাশার দখলের পর সেখানকার বেসামরিক মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় সশস্ত্র গোষ্ঠীটি। দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা একে ‘একটি সত্যিকারের গণহত্যা’ বলে উল্লেখ করেছে। 

সংস্থাটি বলেছে, বিশ্ব আজ যে গণহত্যা দেখছে সেটা দেড় বছরেরও বেশি সময় আগে এল-ফাশারে ঘটে যাওয়া ঘটনারই ধারাবাহিকতা। সেই সময় বোমাবর্ষণ করে, অনাহারে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ১৪ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ।

২০২৩ সাল থেকে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ। এল-ফাশার ছিল রাজধানী দারফুরের সর্বশেষ শহর যেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ১৭ মাস অবরোধ আরোপ করে গত রোববার শহরটি দখল করেছে আরএসএফ।

সুদানের সরকার জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত শহরটিতে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন