• ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সুন্দরবন থেকে অস্ত্র গোলাবারুদ সহ ডাকাত রাঙ্গা বাহীনির প্রধান আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৩৭ পিএম
সুন্দরবন থেকে অস্ত্র গোলাবারুদ সহ ডাকাত রাঙ্গা বাহীনির প্রধান অটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহীনির প্রধান নজরুল শেখ (৪৮) কে আটক করেছে কোষ্টগার্ডের সদস্যরা । এসময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৬রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক নজরুল বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা। 

রবিবার (২৬ অক্টোবর ) ভোর রাতে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিন করেছেন কোষ্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল হক। 

তিনি বলেন,আটক বনদস্য নজরুল দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলো। এছাড়াও, গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এর পর থেকেই উক্ত বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্ট গার্ড। 

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন