১০ দিন পর কারামুক্ত হলেন জুলাইযোদ্ধা সুরভী
আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী ১০ দিন পর কারামুক্ত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৭টা ৫০ মিনিটে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। কারাগার থেকে বের হয়ে তিনি পরিবারের কাছে ফিরেছেন।
সুরভীর কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান ।
এর আগে তাহরিমা জান্নাত সুরভীকে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহদীর আদালতে তোলা হয়। শুনানি শেষে সুরভীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এ নিয়ে আদালত চত্বরে প্রতিবাদ এবং সুরভীর মুক্তির দাবিতে দিনভর বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
এ ঘটনার পর বিকেলে সুরভীর পক্ষে তার আইনজীবী রিমান্ড আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ রিভিশন আবেদন করেন। সন্ধ্যায় উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা জজ অমিত কুমার দে সুরভীর রিমান্ড বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নাজমুল হক চৌধুরী বিপ্লব বলেন, যে সাংবাদিক মামলাটি করেছিলেন তিনি আদালতে কোনো প্রকার যোগাযোগ করেননি। কোনো প্রকার তথ্য দেননি। বিষয়টি আদালতকে অবহিত করা হয়। এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আদালত চত্বরে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল তা আদালতকে অবহিত করা হয়। সবকিছু বিবেচনায় নিয়ে আদালত আসামির জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করা হয়। এরপর কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে কোটি কোটি টাকা চাঁদাবাজি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশ করা হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- কারামুক্ত
- জুলাইযোদ্ধা সুরভী
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: