• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

৫৪তম শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা জেলা পর্যায়ে খরসূতী উচ্চ বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৮ এএম
৫৪তম শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা জেলা পর্যায়ে খরসূতী উচ্চ বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য

৫৪তম বার্ষিক শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে উপজেলার মধ্যে খরসূতী উচ্চ বিদ্যালয় ঈষর্ণীয় সাফল্য অর্জন করেছে। 

বুধবার (১৪ জানুয়ারী ২০২৬) সকালে ফরিদপুর জেলা স্কুল খেলার মাঠে ৫৪তম বার্ষিক শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, জেলা প্রশাসক, ফরিদপুর ।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো: আব্দুল জলিল, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ফরিদপুর।

প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। বোয়ালমারী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে উপজেলার অন্যতম বিদ্যাপিঠ খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন । এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ১২টি পুরস্কার অর্জনে সক্ষম হয়েছেন।

১২টির মধ্যে প্রথম পুরস্কার ৬টি এবং দ্বিতীয় পুরস্কার পেয়েছে ৬টি। প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগিরা হলেন, মোহাম্মদ তাহের (৮ম শ্রণী),১০০ মিটার দৌড়; মো: সাআদ রহমান (১০ম শ্রণী), দণ্ড যোগে উচ্চ লম্ফ; মো: বেনজির আহমেদ তাওহীদ (৮ম শ্রণী), ৪*১০০ মিঃ যোগাযোগ দৌড়; ছাইম ইবনে সিয়াম (৮ম শ্রেণী), ৪*১০০ মিঃ যোগাযোগ দৌড়; নাদীম হুসাইন (৮ম শ্রেণী), ৪*১০০ মিঃ যোগাযোগ দৌড়; মোহাম্মদ তাহের (৮ম শ্রেণী), ৪*১০০ মিঃ যোগাযোগ দৌড়।  উল্লেখ্য, গত ০৭ জানুয়ারী বুধবার উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় খরসূতী উচ্চ বিদ্যালয় মোট ২৫টি পুরস্কার অর্জন করছিল। উপজেলার মত জেলা পর্যায়েও তারা সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছে। 

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন