পাঁচবিবিতে কৃষকদলের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটের পাঁচবিবিতে উৎসবমুখর পরিবেশে আজ শনিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে থানা ও পৌর কৃষকদলের যৌথ উদ্যোগে এক নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি থানা কৃষক দলের আহ্বায়ক মোঃ রাহিদ হোসেন। সদস্য সচিব মামুন দেওয়ানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন। প্রধান বক্তা ছিলেন,জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সেলিম রেজা ডিউক।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের ধানের শীষের কান্ডারী মোঃ মাসুদ রানা প্রধান,পাঁচবিবি থানা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম,কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এ্যাড: নাজমুল হক জনি, পৌর কৃষক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন মিটন, সদস্য সচিব সানোয়ার হোসেন,উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ নাজমা আক্তার,সাংগঠনিক সম্পাদক খাইরুন নাহার খুশি, পৌর সভাপতি লিলুফা ইয়াসমিন,সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান নাজমুল হকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির প্রতীক ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। শেষে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীদের মাঝে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পাঁচবিবি
- সভা অনুষ্ঠিত
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: