পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধা সামছুল আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়া মহল্লার বাসিন্দা মৃত আব্দুল বারিক খন্দকারের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুল আলম খন্দকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বার্ধক্য জনিত কারণে আজ রবিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় জয়পুরহাট জেলা সদর আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি.... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর খবর শুনে বিকেলে বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধার সম্মানে জেলা পুলিশের পক্ষ হতে এস আই (সঃ) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিহগলের করুন সুরে রাষ্ট্রীয় সালাম ও এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইমায়েদুল ইসলাম জাহিদী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বীর মুক্তিযোদ্ধা এটিএম মোজাম্মেল আজিজ দুলালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বাদ আছর বায়তুন নূর জামে মসজিদে জানাজা নামাজ শেষে পৌর সরকারি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পাঁচবিবি
- বীর মুক্তিযোদ্ধা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: