পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়নে আড়ৎদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে আড়ৎদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন- ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে (৯ জানুয়ারি) মোহাম্মদপুর ইউনিয়নের মোলামগাড়ি বাজারে আড়ৎদার সমিতির কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন,উপজেলা আড়ংদার সমিতির আহবায়ক বাবু সুনীল কুমার কুন্ডু।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ফারুক মন্ডলকে সভাপতি এবং মোঃ আইনুল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আড়ংদার সমিতির সাবেক সভাপতি মোঃ আইনুল হক।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ নূর আলম সিদ্দিক,মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, আটাপুর ইউনিয়নের সভাপতি মোঃ আবু রায়হান, কুসুম্বা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও মোহাম্মদপুর ইউনিয়নের অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পুন: নবনির্বাচিত কমিটি আড়ৎদারদের স্বার্থ রক্ষা ও বাজার ব্যবস্থাপনায় আরও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পাঁচবিবি
- ত্রি-বার্ষিক নির্বাচন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: