• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

‎রাণীনগরে ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:২৩ পিএম
‎রাণীনগরে ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নওগাঁর রাণীনগরে ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ইটভাটার মালিক-শ্রমিকরা। বুধবার উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয় হয়। শ্রমীকরা বলছেন,ভাটা বন্ধ হয়ে গেলে এই পেশার সাথে জরিত প্রায় দুই হাজার শ্রমীক কর্মহীন হয়ে পথে বসবে।
‎এদিন বেলা ১১টা নাগাদ উপজেলা সদরের বাসট্যান্ড এলাকার মেসার্স শাহী ফিলিং স্টেশনের সামনে থেকে ইট ভাটা মালিক সমিতির সদস্য ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

‎সমিতির সভাপতি আব্দুস সাত্তার শাহ বলেন,উপজেলায় আমাদের মোট ৬টি ইটভাটা রয়েছে। গত ২০১৩সাল পর্যন্ত ভাটার লাইসেন্স নবায়ন করা ছিল। এর পর ২০১৯সাল পর্যন্ত লাইসেন্স নবায়নের জন্য টাকা জমা দেয়া থাকলেও এখন পর্যন্ত নবায়ন হয়নি। এর মধ্য দিয়েই আমরা ভাটার কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু হঠাৎ করেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাটার কার্যক্রম বন্ধের নোটিশ পাঠিয়েছেন।
‎ভাটার শ্রমীক মনোয়ারা বেওয়া (৬০) বলেন,দীর্ঘ প্রায় ১৫বছর ধরে ভাটায় শ্রমীবক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছি। এই পেষা ছাড়া আমার আয়ের আর কোন উৎস নেই।
‎সহিদা বেওয়া (৫৫) জানান, ১০বছর ধরে আমি ভাটায় কাজ করে সংসার পরিচালনা করে আসছি। এই সময় যদি ভাটা বন্ধ হয়ে যায় তাহলে এই বয়সে আর কোন কর্ম করতে পারবোনা। ফলে অনাহারে মরতে হবে। তিনি আরো বলেন,৬ইটভাটা মিলে আমরা প্রায় দুই হাজার শ্রমীক রয়েছি। আমরা প্রত্যেকেই ভাটার কাজের উপর নির্ভরশীল। কিন্তু ভাটা বন্ধ হয়ে গেলে আমরা বেকার-কর্মহীন হয়ে পথে বসা চাড়া আমাদের আর কোন উপাই থাকবে না। তাই ভাটা চালু করার ব্যবস্থা করতে সংশ্লিষ্ঠদের প্রতি আকুতি জানিয়েছেন তিনি।
‎ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান,ভাটার কার্যক্রম পরিচালনার জন্য আমরা অনেক টাকা বিনিয়োগ করেছি। এই সময় যদি ভাটা বন্ধ হয়ে যায় তাহলে একদিকে যেমন চরম লোকসানে পরতে হবে অন্যদিকে প্রায় দুই হাজার শ্রমীক বেকার হয়ে পথে বসবে। তাই ভাটা চালু করার অনুমতি দিতে সংশ্লিষ্ঠদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
‎বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের সময় ইটভাটা সমিতির সভাপতি আব্দুস সাত্তার শাহ,সম্পাদক সাইদুর রহমান,উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনিসহ মালিক-শ্রমীকরা উপস্থিত ছিলেন।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন,মহামান্য হাইকোর্টে রিটের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে ইটভাটার মালিকদের কার্যক্রম বন্ধ করার কথা বলা হয়েছে। ভাটা মালিকদের স্মারকলিপি পেয়েছি। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন