• ঢাকা
  • মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

‎লালমনিরহাটে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২২ পিএম
‎লালমনিরহাটে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন, লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী ‎সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ রায় প্রদান করেন।

‎লালমনিরহাট কোর্ট পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম জানান, সেসন নং-  ১৮৬ /২২, জি আর নং- ৩৩৭ /২১ (কালী) লালমনিরহাটের কালীগঞ্জ ‎থানার মামলা নং- ৩৩ তাং-৩০/১০/২১ইং  ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ ( ১) সারণির ১৪ (গ)/২৬(১) ( ১৯২ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ইস্কাপ) পাচার করে বিক্রি করার সময় হাতেনাতে আটক করে।

‎ওই অপরাধ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হওয়ায় এজাহার নামিয় হাজতি আসামি ১.লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের আঃ ছাত্তারের ছেলে মোঃ নাজিরুল ইসলাম ওরফে নজরুল ( ৪০) কে ওই  যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে।  

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন