আচরণবিধি লঙ্ঘন করায় সারজিস আলমকে কারণ দর্শানোর নোটিশ
আচরণবিধি লঙ্ঘন করায় পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক(উত্তরাঞ্চল) সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
শনিবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, আচরণবিধি লঙ্ঘন করে ১০ দলীয় জোটের নির্বাচনী প্রচারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে তোরণ, বিলবোর্ড ও ব্যানার দেয়ার কারণে তাকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকায় প্রার্থীর পক্ষে বা জোটের নেতাদের সম্মানার্থে তোরণ ও বড় বিলবোর্ড ব্যবহার নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে প্রার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- আচরণবিধি লঙ্ঘন
- সারজিস আলম
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: