ফরিদপুর, আলফাডাঙ্গা, বিএনপি নেতা, হত্যা
আলফাডাঙ্গা বিএনপি নেতা হত্যা মামলার আসামি মটর সাইকেল চুরি করতে গিয়ে ঢাকায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. নাসির মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেফতার পুলিশের কোন বিশেষ অভিযানে নয়, রাজধানীর বাড্ডা এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন নাসির।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দুপুরে আলফাডাঙ্গা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মো. নাসির মিয়া আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে।
রাজধানীর ভাটারা থানার অফিসার-ইন-চার্জা (ওসি-তদন্নাত) জানান, শুক্রবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাসির মিয়াকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। পর তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, নাসির ফরিদপুরের একটি আলোচিত হত্যা মামলার পলাতক আসামি। এরপর ভাটারা থানা থেকে আলফাডাঙ্গা থানায় যোগাযোগ করা হলে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়। দৈনিক পুনরুত্থানে প্রকাশিত সংবাদে জানা যায়,
গত ২৫ ডিসেম্বর ভোররাতে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন বিএনপি নেতা সাইফুল সর্দার। গ্রাম্য বিরোধের জের ধরে ‘শুটার জুয়েল’ নামে পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি ‘পুলিশ পরিচয়ে’ তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নাসির মিয়া ওই হত্যা মামলার ২০ নম্বর এজাহারভুক্ত আসামি। ভাটারা থানা পুলিশের মাধ্যমে তার গ্রেপ্তারের খবর পেয়ে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। চুরি মামলার পাশাপাশি তাকে সাইফুল সর্দার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।
সাইফুল সর্দার হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর)
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: