আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
 
 
	আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন) কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (১০ মে) রাত সাড়ে সাতটার দিকে তিনি এই ঘোষণা দেন।
 
	   
	  এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক ঘণ্টার মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ চেয়ে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ওই সময়ের মধ্যে রোডম্যাপ না পেলে ‘মার্চ টু যমুনা’র ঘোষণা দেওয়া হবে এবং শাহবাগ থেকে বাংলামোটরের রাস্তা দখল করে রাজসিক মোড়ে অবস্থান নেওয়া হবে।
ঘোষণার পর রাত পৌনে নয়টার দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান জানান, যেহেতু পূর্বনির্ধারিত সময়সীমার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি, তাই শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে অবস্থান নেওয়া হবে। এরপর শাহবাগে অবস্থানরত জমায়েতটি যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে রওনা হয়।
হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনো গড়িমসি করবেন না। আমরা আপনাদেরকে এখনো পর্যন্ত বিশ্বাস করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন।"
এদিকে এই ঘোষণার পরপরই যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় ব্যারিকেড দিয়ে নিরাপত্তা জোরদার করেছে। তবে, মধ্যরাতের দিকে শাহবাগে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করেছেন বলে জানা গেছে।
 
	   
	  দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- আ.লীগ নিষিদ্ধ
- রোডম্যাপ
- মার্চ টু যমুনা
এ সম্পর্কিত আরও পড়ুন
 
 
             
			 
                						
			.jpg.webp) 
                    											  			
									.jpg.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.jpg.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.png.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
	 .png.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.jpg.webp) 
                    											  			
									
আপনার মতামত লিখুন: