• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কলেজ ছাত্রের মৃত্যু,চিকিৎসা অবহেলার অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:১০ পিএম
কলেজ ছাত্রের মৃত্যু,চিকিৎসা অবহেলার অভিযোগ

পটুয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখা’র সহ-প্রচার সম্পাদক ও দুমকি উপজেলা ছাত্র হিযবুল্লাহ’র সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০ টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাকারিয়া পটুয়াখালী সরকারী কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। দুমকী উপজেলার লেবুখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আঠারো গাছিয়া গ্রামের মোঃ জাহাঙ্গির হোসেন এর পুত্র। গত শুক্রবার জ্বরে আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জাকারিয়া ভর্তি হয়েছিলো।

জাকারিয়ার মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসা অবহেলার অভিযোগ করা হয়েছে। জাকারিয়ার বাবা আহাজারি করে বলেন কর্তব্যরত ডাক্তার এবং নার্সরা তার ছেলের সঠিক চিকিৎসা দেননি। চিকিৎসা অবহেলার কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে। এমনকি মৃত্যুর পরে হাসপাতাল থেকে লাশ নেয়ার জন্য একটা ট্রলি পর্যন্ত দেয়া হয়নি। পরে বিছানার কাপড় পেঁচিয়ে জাকারিয়া মৃতদেহ বাহিরে নেয়া হয়।

এই ঘটনায় ক্ষোভ  প্রকাশ করেছেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন সেখানে তিনি বলেন, ডেংগুতে আক্রান্ত হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে মৃত্যু বরনকারী কলেজ ছাত্রের লাশ বহনের জন্য একটি ট্রলি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ছিঃ এ কষ্ট মানা যায়?

এসব অভিযোগের বিষয়ে ডাক্তার,নার্সদের বক্তব্য পাওয়া যায়নি। জাকারিয়ার হঠাৎ মৃত্যুতে তার সহপাঠী,বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন এবং তার সংগঠন বিস্মিত হয়েছেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন