• ঢাকা
  • শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

কালো কোট-গাউন ছাড়া মামলা পরিচালনার অনুমতি চান আইনজীবীরা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৩২ পিএম
কালো কোট-গাউন ছাড়া মামলা পরিচালনার অনুমতি চান আইনজীবীরা

তীব্র গরমের কারণে ৩০ অক্টোবর পর্যন্ত কালো কোট-গাউন ছাড়া আদালতে মামলা পরিচালনার অনুমতি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে ঢাকা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার আইনজীবী সমিতির সদস্য, এডহক কমিটির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি প্রধান বিচারপতির দপ্তরে পাঠানো হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির সদস্য, এডহক কমিটির দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ সম্পাদক মাহবুব হাসান রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, ঐতিহ্যবাহী ঢাকা আইনজীবী সমিতি এশিয়া মহাদেশের বৃহত্তম আইনজীবী সমিতি। বর্তমানে ঢাকা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা ৩১,৩২০ জন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও অতিমাত্রায় উষ্ণতার কারণে বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞ আইনজীবীরা গরমে সীমাহীন কষ্ট ভোগ করছেন।

বিশেষ করে মামলা শুনানী সহ মামলার অন্যান্য কার্যক্রম পরিচালনার সময় এবং ৪ টি এজলাস কক্ষ ব্যতীত অন্যান্য সকল এজলাস কক্ষে শীতাতপ নিয়ন্ত্রিত না হওয়ায় প্রচুর পরিমানে গরম অনুভূত হওয়ায় মামলার কার্যক্রম পরিচালনা করতে খুবই অসুবিধার সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য যে, প্রচন্ড গরমে গত বছর কোর্ট অঙ্গনে পেশাগত দায়িত্ব পালনের সময় হিট স্ট্রোক করে এডভোকেট শফিউল আলম (৪২) মারা গিয়েছিলেন, তাছাড়া তীব্র তাপদাহের কারনে প্রতিনিয়ত বিজ্ঞ আইনজীবীরা অসুস্থ হয়ে পড়ছে এবং আইনজীবীদের মধ্যে হিট স্ট্রোকের ভীতি অনুভূতি হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়েছে, আইনজীবীদের শুধুমাত্র সাদা শার্ট, সাদা শাড়ী, সালোয়ার কামিজ (কালো কোর্ট ব্যতীত) ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করে মামলা মোকাদ্দমা পরিচালনা করার জন্য আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অনুমতির জন্য সব আইনজীবীর পক্ষ থেকে বিনীত অনুরোধ করেছে ঢাকা আইনজীবী সমিতি।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন