• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কয়রায় আগুনে পুড়ে যাওয়া ঘর মেরামতের জন্য টিন দিলেন বিএনপি নেতা এম এ হাসান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৩৬ পিএম
কয়রায় আগুনে পুড়ে যাওয়া ঘর মেরামতের জন্য টিন দিলেন বিএনপি নেতা এম এ হাসান

কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের শ্যামল কয়ালের ২ টি ঘর গত ২৮ সেপ্টেম্বর রাতে  আগুন লেগে পুড়ে গেছে। এ সময় তার ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

সেই থেকে খোলা আকাশের নিচে অসহায়ত্ব অবস্থায় জীবন যাপন করছে তার পরিবারের সদস্যা। বিষয়টি বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার (২অক্টোবর) দুপুরে কয়রা উপজেলা বিএনপির পক্ষ থেকে শ্যামল কয়ালের ঘর মেরামতের জন্য ৫২ পিচ টিনের ব্যবস্থা করলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান।

টিন দেওয়ার সময়  উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, আবুল বাশার ডাবলু  মঞ্জুর মোর্শেদ, শেখ কওছার আলম, বিএনপি নেতা মিজানুর রহমান লিটন,ফারুক হোসেন, যুবদল নেতা ইহছানুর রহমান, আনারুল ডাবলু, আছাদুল ইসলাম, ছাত্র নেতা আরিফ বিল্লাহ সবুজ, ইমরান হোসেন প্রমুখ। এর আগেও জেলা বিএনপির এই নেতা ৬নং কয়রা গ্রামে আগুনে পুড়ে যাওয়া শ্যামল কয়ালের বাড়িতে যান এরপর ক্ষতিগ্রস্ত পরিবারকে বস্ত্র দিয়ে সহযোগিতা করেন।

 

খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান বলেন, দূর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ উদ্দেশ্য। কয়রা উপজেলা বিএনপির পক্ষ থেকে সহযোগীতা করা হয়েছে। ভবিষ্যৎেও এধরণের সহযোগীতা অব্যাহত থাকবে।

 বিএনপি সব সময় সাম্প্রদায়িক সাম্প্রতিকে গুরুত্ব দেয়।  এই চেতনায় আমরা বিশ্বাস করি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন