• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

খাদ্য গুদামে খারাপ অনুপযোগী চাল থাকায় রাজশাহী খাদ্য বিভাগ বিব্রত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৩৪ পিএম
খাদ্য গুদামে খারাপ অনুপযোগী চাল থাকায় রাজশাহী খাদ্য বিভাগ বিব্রত

রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার সরকারি খাদ্য গুদাম গুলোতে খাওয়ার জন্য অনুপযোগী খাবার চাল পাওয়ার পর থেকে রাজশাহী খাদ্য বিভাগ বিব্রত হয়েছে সেই সাথে স্থানীয় রা বলছে লোক দেখানো তদন্ত করে নড়েচড়ে বসার ভাব দেখাচ্ছে।

তারই ধারাবাহিকতায় অত্র জেলার বিভিন্ন উপজেলার খাদ্য গুদাম গুলোতে চলছে ভুয়া তদন্ত কমিটি গঠন। নিন্মমানের পচা চাল রাখার দায়ে রাজশাহী বাগমারার ৪টি সরকারি খাদ্য গুদাম সিলগালা করা হয়েছে। এর কয়েক দিন আগে দুর্গাপুর উপজেলার খাদ্য গুদামে পচা চাল রাখার দায়ে রাজশাহী খাদ্য বিভাগ নড়েচড়ে বসেছে।

এদিকে খাদ্য অধিদপ্তরের তদন্ত কমিটির একটি প্রতিনিধি দল তানোর উপজেলা সদরের ৪টি এবং কামারগাঁ ইউনিয়নে ২টি খাদ্য গুদাম পরিদর্শন করেন যা হাস্যকর হয়েছে সঠিক তদন্ত হয়নি বলে মনে করছে ভুক্তভোগী রা। তবে বগুড়া দুপচাঁচিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) মনিরুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ সদর কারিগরি খাদ্য পরিদর্শক শামসুজ্জোহা তালুকদারের নেতৃত্বে প্রতিনিধি দল  সকালে কামারগাঁ ইউপির ২টি ও বিকেলে তানোর উপজেলা সদরের ৪টি খাদ্য গুদাম পরিদর্শন করেন। তারা খাদ্য গুদামে সংরক্ষিত খাদ্য শস্যর ভালো খামালে বোঙা মেরে বস্তার চাল ধান দেখেন এবং সংরক্ষিত খাদ্য শস্য মানসম্মত বলে তারা সন্তোষ প্রকাশ করেন কিন্তুু বাস্তবে সঠিক তদন্ত হয়নি এমনটা বারবার উঠছে।

এমন অপকর্মের সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) মলিউজ্জামান সজিব, তানোর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মুকুল টুডু ও কামারগাঁ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আতিকুর রহমান আতিক প্রমুখ।এছাড়াও সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপরদিকে খোজ খবর নিয়ে জানা গেছে রাজশাহী জেলার প্রায় সব গুলো খাদ্য গুদামে খারাপ অনুপযোগী চাল সংরক্ষণ করা হয় যা ব্যবসায়ীদের থেকে বিতরনের পর থেকে আবার কেনা হয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন