• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

চাকসু নির্বাচনের আগে আজীবন বহিষ্কার হলেন ছাত্রদল নেতা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:৫৪ পিএম
চাকসু নির্বাচনের আগে আজীবন বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভোটের আগেই আজীবনের জন্য কেন্দ্রীয় ছাত্রদল থেকে বহিষ্কার হয়েছেন চবি শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুন উর রশীদ মামুন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের কারণে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।। 

গতকাল রবিবার (১২ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনাও প্রদান করা হলো।

এদিকে ছাত্রদলের একটি সূত্র বলছে, আসন্ন চাকসু নির্বাচনে দলীয় প্যানেলে মামুনের অনুসারী বেশকিছু ত্যাগী নেতা পদ না পাওয়ায় স্বতন্ত্র কিছু পদে সমর্থন দিয়েছেন মামুন।

তাদের সমর্থন দেওয়ার জন্যই তাকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, ‘বহিষ্কারাদেশ কেন্দ্রে থেকে করা হয়েছে। আমরা এ ব্যাপারে অবগত নই।’

এর আগে ২০২৩ সালের (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চবি শাখার ৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন হয়।

এতে মোহাম্মদ আলাউদ্দিন মহসিন সভাপতি ও আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাজ্জাদ হোসেন হৃদয়ের নাম ঘোষণা করা হয়েছে। ২ বছরের জন্য কমিটির অনুমোদন দেয় ছাত্রদল। এরই মধ্যে ২ মাস আগেই মেয়াদোত্তীর্ণ হলেও পূর্নাঙ্গ হয়নি কমিটি। বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রদল কর্মী অপরাধ করলেও ৫ জনের বেশি কমিটি না থাকায় এর দায় নিতে চায় না দলের কোনো নেতা।

২০২২ সালের ১১ নভেম্বর মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। বিলুপ্ত ওই কমিটির সভাপতি ছিলেন খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। ২০১৬ সালের অক্টোবরে ঘোষিত ওই কমিটি প্রায় চার বছর ‘দায়িত্বে’ ছিল।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন