টি স্পোর্টসের কোটি টাকার পে অর্ডার গ্রহণ করছে না বিসিবি

বিপিএলের সম্প্রচার সত্ত্ব বাবদ টি-স্পোর্টসের কাছে পাওনা অর্থ নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবমিলিয়ে ১১ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার ৩৩২ টাকার পে অর্ডার ২ দফা করে ফেরত পাঠিয়েছে বিসিবি। কেন পাওনা অর্থ বিসিবি গ্রহণ করছে না এ নিয়ে খানিকটা রহস্য সৃষ্টি হয়েছে।


বিপিএলের দশম ও এগারোতম (২০২৪ ও ২০২৫-তম আসর) আসরের মিডিয়া রাইটস পেতে ৫৬ কোটি (২৮ কোটি টাকা করে) টাকায় বিসিবির সঙ্গে চুক্তি করে টি স্পোর্টস অ্যান্ড কনসোর্টিয়াম। দেশের অর্থনৈতিক অবস্থা ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারনে প্রতিটি আসরে কমপক্ষে ১০ কোটি টাকা করে লস হয় এমন দাবি টি স্পোর্টসের। বিজ্ঞাপন না পাওয়া, অর্থনৈতিক মন্দাসহ সামগ্রিক বিষয়গুলো উল্লেখ করে তিন দফায় চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রাইটস ফি পূনর্বিবেচনা করতে অনুরোধ করে প্রতিষ্ঠানটি।
টি স্পোর্টস অ্যান্ড কনসোর্টিয়াম চিঠিতে ১০ কোটি টাকা ছাড় দেয়ার অনুরোধ জানায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ১৯ তম বোর্ড সভায় বিষয়টির ওপর গুরুত্বের সঙ্গে আলোচনা করে। সর্ব সম্মতিক্রমে ৮ কোটি টাকা ছাড় দেওয়ার অনুমোদন হয় সে বোর্ড সভায় এমনটা জানা যায়।
নতুন সিদ্ধান্তের আলোকে দুই পক্ষের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর হওয়ার কথা ছিল। সংশোধিত চুক্তি পত্রের অপেক্ষায় ছিল টি স্পোর্টস অ্যান্ড কনসোর্টিয়াম। পরবর্তীতে বিসিবির অপেক্ষায় না থেকে গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) বকেয়া যাবতীয় অর্থ (পে অর্ডার) বিসিবির একাউন্টস ডিপার্টমেন্টে পাঠায় রাইট হোল্ডাররা। বিপিএলের দেনা-পাওনার হিসেব শূন্য (০) দেখিয়ে নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছিল। বিসিবির একাউন্টস ডিপার্টমেন্ট সেটি দেয়নি এবং পে অর্ডারগুলো ফেরত দেয়।
২৪ সেপ্টেম্বর ২০২৫ বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি পাঠিয়ে আবারও বকেয়া অর্থ গ্রহণ করতে অনুরোধ করে প্রতিষ্ঠানটি। এখনও সে চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি বিসিবি থেকে। যদিও জানা গেছে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। এ নিয়ে বিসিবির এক পরিচালক ঢাকা পোস্টকে বলেন, 'এটা বোর্ড সভায় এপ্রুভাল পেয়েছিল। বর্তমানে মনে হয় আটকে আছে। ঠিক কি কারণে আটকে আছে জানা নেই।'
ব্রডকাস্টারদের পক্ষ থেকে আর্থিক ছাড় চাওয়া কিংবা দেওয়া কোনটাই নতুন ঘটনা না। ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে ডিজনি হটস্টার। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি’র কাছ থেকে বড় অঙ্কের ছাড় পেয়েছিল।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- টি স্পোর্টস
- পে অর্ডার
- বিসিবি
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: