দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ড, মোঃ ফরিদুল ইসলাম
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ভাইবোন দের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম। বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সহ বাগেরহাটের প্রত্যেকটি নাগরিকের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দুর্গাপূজা হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও আবহমান কালের শাশ্বত গতিধারায় সেটি বাঙালি জাতির ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন জাতীয় উৎসবে পরিণত হয়েছে।
দুর্গাপূজার মূল লক্ষ্য হলো, অশুভ শক্তিকে বিনাশ করে সমাজে শুভ শক্তির আবির্ভাব ঘটিয়ে সকল মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা। শারদীয় দুর্গোৎসব জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরে দেশি-বিদেশি অশুভ শক্তি এই সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে যেকোন ধরনের অঘটন ঘটাতে পারে। সুতরাং সেই অশুভ শক্তিকে পরাস্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
ডঃ মোঃ ফরিদুল ইসলাম হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আমাদের অক্ষুণ্ন রাখতে হবে। সুষ্ঠু সুন্দর ও আনন্দ মুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- দুর্গোৎসব
- ড
- মোঃ ফরিদুল ইসলাম
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: