• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নাহিদ ইসলামরা যে ভুল করেছেন তার খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে : রাশেদ খান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:১১ পিএম
নাহিদ ইসলামরা যে ভুল করেছেন তার খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে : রাশেদ খান

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে অনেক উপদেষ্টা এই পদের জন্য উপযুক্ত নন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে কথা না বলা অনেকে পরে উপদেষ্টা হয়ে গেছেন।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন রশেদ খান।

তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের অনেককে আমি ২০১৮ সাল থেকে চিনি।

ফ্যাসিবাদবিরোধী অনেক প্রগ্রামে তাদের ডাকলেও তারা কখনো আসেননি। অর্থাৎ হাসিনার বিরুদ্ধে তারা কথা বলবেন না। আমি অবাক হলাম এই মানুষগুলো পরবর্তীতে উপদেষ্টা হয়ে গেলেন।’

বিষয়টি নিয়ে সেই সময় উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি ও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে অনেকবার কথা হয়েছে বলে জানান রাশেদ খান।

তিনি বলেন, ‘নাহিদ ইসলামরা তাদের পছন্দ করে উপদেষ্টা পরিষদে যুক্ত করলেন। আর এখন বলছেন, জাতির সঙ্গে গাদ্দারি করেছেন। তাহলে দায়টা কার? অর্থাৎ নাহিদ ইসলামরা যে ভুলটা করেছেন সেই ভুলের খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে।’

রাশেদ খান আরো বলেন, ‘সারা বছর সংস্কার এবং বিচারের ট্যাবলেট খাওয়ানো হলো। দিনশেষে কি আদৌ কোনো সংস্কার বা বিচার হয়েছে? দিনশেষে নির্বাচনের ট্যাবলেট খেতে হলো।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন