• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নয়াপল্টনে ‘তারুণ্যের সমাবেশ’ বুধবার, ১৫ লাখ জমায়েতের প্রত্যাশা বিএনপির


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:০৯ পিএম
নয়াপল্টনে ‘তারুণ্যের সমাবেশ’ বুধবার, ১৫ লাখ জমায়েতের প্রত্যাশা বিএনপির

আগামী বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ আয়োজন করছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আয়োজকরা জানিয়েছেন, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে অন্তত ১৫ লাখ তরুণ-তরুণীর উপস্থিতি আশা করছেন তারা।

সোমবার (২৬ মে) বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তরুণদের সম্পৃক্ত করতে মে মাসজুড়ে কর্মসূচি চালিয়ে আসছে বিএনপির এই তিন অঙ্গসংগঠন। এর অংশ হিসেবে দেশের চারটি বিভাগীয় শহরে ইতোমধ্যে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আয়োজন এই কর্মসূচির চূড়ান্ত ধাপ।

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, ‘চট্টগ্রামে তারুণ্যের মিলনমেলা হয়েছে, খুলনা ও বগুড়ায় আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। এবার ঢাকায় সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করছি।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না লিখিত বক্তব্যে জানান, এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের তরুণ সমাজ। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ঢাকায় হবে 'তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ' শীর্ষক সেমিনার এবং পরদিন বুধবার হবে মূল সমাবেশ।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘আগের সরকারগুলো দলীয় পরিচয়ে চাকরি দিয়েছে। তরুণদের দাবি—রাষ্ট্র যেন কর্মসংস্থান নিশ্চিত করে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি তরুণের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’ লিখিত বক্তব্যে আরো বলা হয়, তরুণদের ঘিরে এই ধারাবাহিক সেমিনার ও সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি নীতিগত উদ্যোগ। এর মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে।

সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের তরুণদের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন।

এ ছাড়া উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন