পটুয়াখালীতে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী অফিস ও বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুর
পটুয়াখালীর গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী অফিস ও একটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুরের কর্মী-সমর্থকদের দায়ী করা হয়েছে।
(মঙ্গলবার ২৭ জানুয়ারী) বিকেলে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় নির্বাচনী অফিস ও দলীয় কার্যালয়ের সাইনবোর্ড, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ভিডিও ফুটেজে হামলা, ধাওয়া ও পাল্টা ধাওয়ার দৃশ্য দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
হাসান মামুনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নুরুল হক নুরের কর্মী-সমর্থকরাই এ হামলায় জড়িত। তবে এ অভিযোগ অস্বীকার করে নুরুল হক নুরের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: