• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৪৮ পিএম
পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আটকৃতরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের কামার গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আওয়াল (৪০) এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন (৩০)। 

স্থানীয়রা জানান, গত ২৯ আগস্ট আওলাইয়ের বয়রা গ্রামের শাজাহান মন্ডলের অগভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হয়। পরে আব্দুল আওয়াল ২০ হাজার টাকার বিনিময়ে ট্রান্সফরমার ফেরত দেওয়ার প্রস্তাব দেন। টাকা নেওয়ার পরও তিনি ট্রান্সফরমার ফেরত না দিয়ে এর তামার কয়েল খুলে নেয় এবং ঢোলটি নদীতে ফেলে দেন। এ নিয়ে শাজাহান চাপ দিলে শনিবার টাকা ফেরত দেওয়ার কথা বলে ছাতিনালী বাজারে আসেন আওয়াল ও ছানোয়ার। এসময় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। 

এদিকে সম্প্রতি এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। গত রাতে ইউনিয়নের দুগরপাড়া গ্রামে একসঙ্গে তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে জানা গেছে।

দৈনিক পুনরুত্থান / দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন