• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

প্রবাসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত রাজিবের দাফন সম্পন্ন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৪৮ পিএম
প্রবাসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত রাজিবের দাফন সম্পন্ন

মেসিডোনিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত রাজিবের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা কবরস্থানে বাদ আসর রাজিবকে দাফন করা হয়। 

ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা নিহত রাজিবের মৃতদেহ ২০ দিনপর নানা জটিলতা শেষে গ্রামের বাড়িতে পৌঁছায়। বাড়িতে লাশ  এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামে। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুদের আহাজারি আর কান্নার রোলে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। মৃতদেহ নিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়ির আঙ্গিনায় পৌঁছালে শোকে বিহ্বল মা মমতাজ বেগম কান্নায় ভেঙ্গে  পড়েন একমাত্র ছেলের কফিনের উপর। তার আহাজারিতে শোকের ছায়া নেমে আসে এলাকায়।

গত ১২ সেপ্টেম্বর ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা নিহত হন রাজিব। রাজিব শিকদার পৌরসভার ছোলনা গ্রামের আতিয়ার রহমান শিকদার এর মেঝো ছেলে। 

নিহত রাজিব চারমাস আগে বৃদ্ধ পিতা-মাতা ও অস্বচ্ছল পরিবারে স্বচ্ছলতা  ফিরিয়ে আনতে ওয়াল্ডার ভিসায় পাড়ি জমিয়েছিল ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায়। সেখানেই কাজে যাওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশীসহ নিহত হন রাজিব শিকদার। নানা জটিলাতা পেরিয়ে বৃহস্পতিবার ২ অক্টোবর সকালে দেশে পৌঁছায় তার মৃতদেহ। পরে পৌরসভার ছোলনা সালামিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে ছোলনা পৌর কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্যা, এনসিপির মনোনয়ন প্রত্যাশী, জুলাই বিপ্লবী হাসিবুর রহমান অপু ঠাকুর, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম প্রমুখ।

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন