ফরিদপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ নিহত এক, আহত কয়েকজন, যান চলাচল বিঘ্নিত
ফরিদপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ নিহত একজন, আহত কয়েকজন, যান চলাচল বিঘ্নিত।
ফরিদপুরের ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কের ভাঙ্গা প্রাণিসম্পদ অফিসের সামনে যাত্রীবাহী বাস সপ্তবর্ণা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা গেছেন।
রবিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। বাস-ট্রাক সংঘর্ষে উভয় যানবাহনই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানবাহন চলাচল, বাসযাত্রী ও জনসাধারণের চলাচল কিছু সময়ের জন্য ধমকে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় আবার যান চলাচল শুরু হয়।
নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ফরিদপুর
- যাত্রীবাহী বাস
- বিঘ্নিত
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: