ফরিদপুর জেলা এনসিপি আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু ঠাকুর-কে দলীয় দায়িত্ব থেকে অব্যহতি
ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা আহবায়ক মো : হাসিবুর রহমান ঠাকুর অপুকে দলের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও কেন্দ্রীয় নির্দেশণা অমান্য করার অভিযোগে তাঁকে এই অব্যাহতি দেওয়া হয়। এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দপ্তর সেলের সদস্য মো. তৌহিদ আহমেদ আশিক। বিজ্ঞপ্তিতে বলা হয়, অব্যাহতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং মো. হাসিবুর রহমান দলীয় সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রাপ্ত হবেন।
এ বিষয়ে দলের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও দলের নীতিগত অবস্থান বজায় রাখার স্বার্থেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ফরিদপুর জেলা এনসিপি
- অব্যহতি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: