ফের সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন

এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের পোস্টার বয় হিসেবে পরিচিত; কিন্তু শেখ হাসিনা সরকারের সবশেষ মেয়াদে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট নিয়ে মাগুরা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হন।


গত বছরের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই আওয়ামী লীগের এমপি-মন্ত্রীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিপদে আছেন। বিপদে আছেন সাকিব আল হাসানও। আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করায় এখন দেশেও ফিরতে পারছেন না সাকিব।
জাতীয় দল থেকে আনুষ্ঠানিক অবসর নেওয়ার আগেই তার ক্রিকেট ক্যারিয়ার হুমকির মধ্যে পড়ে গেছে। শুধু তাই নয়, বোলিং অ্যাকশনে সমস্যা থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করায় নিষিদ্ধ হয়েছেন তিনি। খেলতে পারবেন শুধু ব্যাটসম্যান হিসেবে। খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকলেও রাজনৈতিক কারণে দলে সুযোগ পাচ্ছেন না তিনি।
এতসব প্রতিকূল পরিবেশের মধ্যে তার পারিবারিক কলহের গুঞ্জনও রটেছে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের সঙ্গে সাকিব আল হাসানের কিছু ছবি ভাইরাল হয়।
সেই ছবিকে কেন্দ্র করে অনেকেই সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন রটে। সেই গুঞ্জন ধামাচাপা পড়ার কয়েক মাস না যেতেই ফের তাদের দাম্পত্য জীবন নিয়ে গুঞ্জন রটেছে।
সোশ্যাল মিডিয়ায় সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়, যাকে ঘিরে কিছু অনলাইন গণমাধ্যম যাচাই না করেই খবরও প্রকাশ করে। তবে বাস্তবে এসব গুজবের কোনো ভিত্তি নেই। সাকিব-শিশির যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন ভালোভাবেই।


বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম প্রোফাইলে স্ত্রী শিশিরের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেন সাকিব। ছবির ক্যাপশনে কিছু না লিখলেও ভক্তরা ঠিকই বুঝে নিয়েছেন—সব কিছু ঠিকঠাক আছে। পোস্টের কমেন্টবক্স ভরে যায় শুভকামনায়, অনেকেই গুজব ছড়ানো নিয়ে ক্ষোভও প্রকাশ করেন।
তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই সাকিব-শিশিরের। এমনকি তাদের পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, দুজনেই ভালো আছেন।
এর আগেও এমন গুজব ছড়িয়েছে। একবার শিশির ফেসবুক থেকে সাকিবের বেশ কিছু ছবি সরিয়ে ফেলেছিলেন, তখনও বিচ্ছেদের জল্পনা উঠেছিল। এরপর শিশির নিজেই এক দীর্ঘ পোস্টে জানিয়েছিলেন, তাদের সম্পর্কে কোনো টানাপোড়েন নেই।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- সাকিব আল হাসান
- শিশির
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: