বাংলাদেশ ডেন্টাল পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদ-এর উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভুক্ত ও নিবন্ধিত ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি শিক্ষাক্রমের আওতায় গড়ে ওঠা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১০ হাজার সুদক্ষ ও সুপ্রশিক্ষিত ডেন্টাল টেকনোলজিস্টদের একমাত্র প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন হচ্ছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ডেন্টাল পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অদ্য ২৬ জানুয়ারি ২০২৬ ইং, সোমবার সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার মধ্যপাড়া এলাকায় অবস্থিত মাদ্রাসা নুরুল কুরআন, ভৈরব-এর এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন। এ সময় তিনি বলেন—
“মানবিক বাংলাদেশ গড়তে পেশাজীবী সংগঠনগুলোর সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ডেন্টাল পরিষদ শুধু পেশাগত অধিকার আদায়ের সংগঠন নয়, বরং মানবতার সেবায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শুভানুধ্যায়ী মহল। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মাওলানা ছফিউল্লাহ নূরী।
শীতবস্ত্র পেয়ে মাদ্রাসার এতিম ও দরিদ্র শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। স্থানীয়রা বাংলাদেশ ডেন্টাল পরিষদের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: