• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বাগেরহাট জেলা বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের সংবাদ সম্মেলন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:১৩ পিএম
বাগেরহাট জেলা বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের সংবাদ সম্মেলন

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা  স্থানীয় জনসাধারণের মাঝে উপস্থাপন এবং বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ অক্টোবর বেলা বারোটায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাগেরহাট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ফকির তারিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ফকির তারিকুল ইসলাম বলেন, বাগেরহাট জেলা বিএনপির কমিটি নিষ্ক্রিয়। তারা কোন সিদ্ধান্ত নিতে পারে না। তাদের মধ্যে গ্রুপিং রয়েছে। একদল এখানে মিটিং করলে আর একদল ওখানে মিটিং করে। তাছাড়া বাগেরহাট জেলা যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের কোন কমিটি নাই। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কমিটিগুলো ঘোষণার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জেলা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ঐক্যবদ্ধ হন নতুবা নির্বাচনের ফলাফল ঘরে তুলতে কষ্ট হতে পারে। আমরা চাই দলের লোক তৈরি হোক, কোন ব্যক্তির লোক তৈরি না হয়। বাগেরহাট জেলা বিএনপিতে ব্যক্তি পর্যায়ের যে লোক তৈরি করার প্রবণতা সৃষ্টি হয়েছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোন ব্যক্তি নয় আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে চাই। গত চার বছর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বলেছিলেন রাষ্ট্রকে মেরামত করতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকার বাংলাদেশকে যেখানে নিয়ে গেছে সেখান থেকে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে সকলে একযোগে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মেনেই কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপি নেতা তালুকদার শহিদুল ইসলাম স্বপন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, জেলা শ্রমিক দল নেতা আবু হানিফ শেখ শানু, সদর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল ( সাংবাদিক) ও শেখ মহিদুল ইসলাম, বিএনপি নেতা সোহেল রানা, ফকির আল মামুন টিপু, শেখ রবিউল ইসলাম, ফকির আরিফুল ইসলাম প্রমূখ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন