• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

Advertise your products here

  1. লাইফস্টাইল ও বিউটি টিপস

বাড়িতেই বানিয়ে ফেলুন ঘর পরিষ্কার করার নানা সরঞ্জাম!


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০৫ পিএম
বাড়িতেই-বানিয়ে-ফেলুন-ঘর-পরিষ্কার-করার-নানা-সরঞ্জাম
ঘর পরিষ্কার করার নানা সরঞ্জাম

আপনি কি শুধুই বাজারে চলতি উপাদানগুলোর উপর আস্থা রেখেই বাথরুম, মেঝে, ঘর ইত্যাদি পরিষ্কার করে থাকেন? ঘরের মেঝেতে ব্যবহারের জন্য একটি উপাদান, বাথরুমের মেঝেতে ব্যবহারের জন্য একটি উপাদান, রান্নাঘরের টাইল্‌সে মেঝেতে ব্যবহারের জন্য আবার একটি উপাদান?

হিমশিম তো খেতে হয় এই সব জোগাড় করতেই! তার চেয়ে পরিষ্কার করার এমন উপাদান বাড়িতেই বানিয়ে ফেলুন, যা দিয়ে ঝকঝকে করা যাবে বাড়ির সব জায়গাই। কার্পেট, ফ্রিজের ভিতর এবং অনান্য সামগ্রীও এই একটি মাত্র উপাদানে পরিষ্কার করা যাবে। যার জন্য বাড়িতেই ভিনিগার সারফেস ক্লিনার ও কাস্টিল সারফেস ক্লিনার বানিয়ে ফেলুন। তাহলে জেনে নিন এসব ক্লিনার বানানোর সহজ পদ্ধতি-

কাস্টিল সারফেস ক্লিনার বানাতে যা যা প্রয়োজন:

  • সাদা ভিনিগার- ২ কাপ
  • স্প্রের বোতল- ১ টি
  • এসেনশিয়াল অয়েল- ১৩/১৬ ফোঁটা
  • ডিসটিলড ওয়াটার- ৩ কাপ
  • লেবুর রস- ২ চামচ

বানাবেন যেভাবে:
প্রথমে স্প্রের বোতলটিতে পানি ভোরে নিন। এবার তাতে সাদা এসেনশিয়াল অয়েল,লেবুর রস ও ভিনিগার দিয়ে দিন। এরপর ভাল করে স্প্রের বোতলটি ঝাঁকিয়ে নিন যাতে করে উপাদানগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর স্প্রের বোতলটি ঘরোয়া স্বাভাবিক আবহাওয়ায় কিছু সময়ের জন্য রেখে দিন।

ভিনিগার সারফেস ক্লিনার বানাতে যা যা প্রয়োজন:

  • কাস্টিল সোপ- ৪ টেবিল চামচ
  • স্প্রের বোতল- ১ টি
  • ডিস্টিলড ওয়াটার- ৩ কাপ
  • এসেনশিয়াল অয়েল- ১৩/১৬ ফোঁটা

বানাবেন যেভাবে:

প্রথমে স্প্রের বোতলটিতে পানি ভোরে নিন। এবার তাতে এসেনশিয়াল অয়েল ও কাস্টিল সোপ মিশিয়ে দিন। এরপর ভাল করে স্প্রের বোতলটি ঝাঁকিয়ে নিন যাতে করে উপাদানগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর স্প্রের বোতলটি ঘরোয়া স্বাভাবিক আবহাওয়ায় কিছু সময়ের জন্য রেখে দিন।

বি:দ্র: ব্যবহার করার আগে অবশই এই দু’টি উপাদান ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। তারপর স্প্রে করে ভালোভাবে মুছে নিন। তবে ভিনিগার ক্লিনার মার্বেলের উপর ব্যবহার না করাই উত্তম।

 

পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন