বিএনপি নেতা ডাঃ আঃ মজিদের কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন
সনাতন ধর্মাবলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কয়রা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডাঃ আব্দুল মজিদ ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে তিনি দিনব্যাপী কয়রার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উপলক্ষে তাদের শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালনের আশ্বাস দেন। পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ একে অপরের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।বিএনপি সব সময় সাম্প্রদায়িক সাম্প্রতিকে গুরুত্ব দেয়। এই চেতনায় আমরা বিশ্বাস করি।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন পেলে আপনাদের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চাই। এর আগে সকাল ১০ টায় প্রগতি শিশু শিক্ষা নিকেতনে কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন তিনি।
এসময় পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাড়লী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজির উদ্দীন,লস্কর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আসাদুজ্জামান (খোকন), চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান, পাইকগাছা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মেছের আলী সানা, বিএনপি নেতা মনসুর আলী গাজ, বাদশা, নাজমুল হুদা মিন্টু আজিবার রহমান মোস্তাকিম গাজী,আল আমিন সানা,সোহেল রানা, ইসমাইল মালি,সেলিম গাইন,সুজন গাজী সালেক সরদার, সুমন সরদার প্রমুখ।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বিএনপি
- পূজা মণ্ডপ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: